দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিয়ে লরি হোটেলে ঢুকে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামে লরি ও ট্রাকের সংঘর্ষের পর মোটরসাইকেল ও রিকশাকে চাপা দিয়ে একটি হোটেলে ঢুকে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ট্রাকচালকের সহকারী আলমগীর, মোটরসাইকেল আরোহী এয়ার আহমেদ নাম জানা গেছে। নিহত লরিচালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় একটি চলন্ত মোটরসাইকেলও এর চাপায় পড়ে। এতে ট্রাক হেলপার আলমগীর, মোটরসাইকেল আরোহী এয়ার আহমেদ এবং অজ্ঞাতনামা লরিচালক ঘটনাস্থলে নিহত হন। আহত হয় হোটেলে থাকা লোকজন এবং মোটরসাইকেলের অপর আরোহী।
ওসি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।