দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, হেলপার নিহত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাথরবোঝাই দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কায় সনয় নামের বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় ১০ বাসযাত্রী আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার সনয় (৩২) জেলার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মিছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই ট্রাক আটগ্রাম এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে থেকে মদনের উদ্দেশে ছেড়ে আসা হিরণ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সহকারী সনয় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় ১০ বাসযাত্রীকে উদ্ধার করে কয়েকজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছেন।’