দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
খাগড়াছড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের বহনকারী পিকআপকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে শহরের জিরোমাইলের মহালছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান (৪৫), কনস্টেবল আবু ইউছুফ (২৮), মো. তানভীর হোসেন (২৫), ঈশ্বর চাকমা (৩২), সেলিম রেজা (২৫) ও পিকআপচালক সুজন চাকমা (২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও মো. তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সাদা পিকআপে পুলিশের একটি টহল দল জিরোমাইলের মহালছড়া এলাকায় দায়িত্ব পালন করছিল। সেখানে পিকআপটি দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের পিকআপটির সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা সব পুলিশ সদস্য আহত হয়। দুমড়ে মুচড়ে যায় পিকআপটি।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে সেখান থেকে দুই পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।