দাঁড়িয়ে থেকে বিএনপিনেতাদের যাওয়ার সুযোগ করে দিলেন আ.লীগনেতারা
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আগে বিএনপির নেতাদের মিছিলের সুযোগ করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের নজির দেখাল আওয়ামী লীগ। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নীলক্ষেত ১ নম্বর ফটকে জড়ো হন। নিউমার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আজিমপুর কবরস্থান হয়ে পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য যাচ্চিলেন বিএনপির নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলসহ শহীদ মিনারে রওনা হওয়ার আগমুহূর্তে বিএনপির সিনিয়র নেতারাসহ ঢাকার বিভিন্ন শাখা বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল সামনে আসলে আওয়ামী লীগ নেতারা তাদের জায়গা করে দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির মিছিল থেকে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে বিএনপির নেতাকর্মীদের শহীদ মিনারে যাওয়ার সুযোগ করে দেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সচরাচর নিউমার্কেট এলাকায় সবাই জমায়েত হয়ে শহীদ মিনারে যাই, আজকেও আমরা নিউমার্কেটের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এমন সময় বিএনপির একটি মিছিল আসলে আমরা তাদের যাওয়ার সুযোগ করে দিয়েছি। অবশ্য উস্কানিমূলক নানা বিতর্কিত স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিলেন, বিতর্কিত স্লোগান দেওয়ার পরেও আমাদের নেতাকর্মীরা যথেষ্ঠ ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। অবশ্য বিএনপির এই মিছিল যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে আমাদের প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।’
এ বিষয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এনটিভি অনলাইনকে বলেন, ‘ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোটাই আজকের দিনের মূল লক্ষ্য। এখানে সবার প্রতি সবার সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে, সবার প্রতি সবার সন্মান থাকবে এটাই সবার কাম্য। বিএনপির মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাব দেয়া যেত, আমাদের নেতাকর্মীরা যথেষ্ঠ ধৈর্যের পরিচয় দিয়ে মহানুভবতা দেখিয়েছেন, তাদের জায়গা করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন।’