দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন
করোনার সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা কোভিড-১৯ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ১৪ দিন এই লকডাউন কঠোরভাবে কার্যকর থাকবে।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মো. জামাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘লকডাউনকৃত এলাকায় নিয়মিত তদারকি করবে প্রশাসন। শুধু জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলাচল করবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কৃষির সঙ্গে সম্পর্কিত কিছু যানবাহন চলাচল করতে পারবে।’
এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় ১৩২ নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৭৯ জন। মারা গেছে ৭১ জন।