দাম্পত্য কলহের জেরে অভিনেত্রী শিমুকে হত্যা : পুলিশ সুপার
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী সাখাওয়াত আলীম নোবেল দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, পারিবারিক ও দাম্পত্য কলহের জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
মারুফ হোসেন সরদার বলেন, ‘শিমুকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন তাঁর স্বামী নোবেল। আমরা জানতে পেরেছি, পারিবারিক ও দাম্পত্য কলহের জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ছাড়া আর কোনো কারণ আছে কি না, বিস্তারিত তদন্তে আমরা স্পষ্টভাবে জানতে পারব।’
মারুফ হোসেন সরদার আরও বলেন, ‘কেরাণীগঞ্জের আলিয়াপুর ব্রিজের নিচে শিমুর লাশ উদ্ধারের ঘটনাস্থলের সাক্ষ্যপ্রমাণ এবং তাঁর কলাবাগানের বাসার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা সন্দেহজনকভাবে তাঁর স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাঁদের বক্তব্য এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়। এর প্রেক্ষিতে আমরা তাঁদের আটক করি। এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।’
ঢাকার পুলিশ সুপার আরও বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে, ফরহাদ শিমুকে গুম করার কাজে সহযোগীতা করেছেন। এ ছাড়া আর কেউ এ হত্যাকাণ্ডে জড়িত কি না, তা বিস্তারিত তদন্ত না করে বলা যাবে না। লাশটি আলিয়াপুর ব্রিজের ওখানে ফেলা হয়েছে গুম করার জন্য। আর কোথায় হত্যাকাণ্ডটি করা হয়েছে, বিস্তারিত তদন্ত না করে বলা যাবে না। এ ছাড়া যেকোনো হত্যাকাণ্ডের বিষয়ে যদি বিস্তারিত বলা হয়, তাহলে বিভিন্ন অপরাধীরা ওইভাবে হত্যাকাণ্ড করার চেষ্টা করতে পারে।’