দায়রা আদালতে জামিন চাইলেন পরী মণি, শুনানি ১৩ সেপ্টেম্বর
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণির পক্ষে দায়রা আদালতে জামিন আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী ও মজিবুর রহমান।
এ বিষয়ে নীলাঞ্জনা রিফাত চৌধুরী এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পরী মণির পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে গতকাল শনিবার পরী মণিকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট আশেক ইমাম।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম পরী মণিকে একদিনের রিমান্ড দেন। সেদিনই সিআইডি পরী মণিকে রিমান্ড কার্যকর করতে নিয়ে যায়।
গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরী মণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।