দায়িত্ব নিলেন আইজিপি মামুন ও র্যাব ডিজি খুরশীদ
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। একইসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিলেন এম খুরশীদ হোসেন। আজ শুক্রবার তাঁরা এ দায়িত্ব গ্রহণ করেন।
আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর ও র্যাবের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আইজিপি ও এম খুরশীদ হোসেনকে র্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হওয়ার কথা জানানো হয়।
একই প্রজ্ঞাপনে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন। তাঁর জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত বছর ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ ও নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ র্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।
এদিকে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হলেন এম খুরশীদ হোসেন। তাঁর জন্ম ১৯৬৪ সালের ৫ জুন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বরাশুর গ্রামে জন্মগ্রহণ করেন।