দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র-কাউন্সিলররা
লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ সোমবার দুপুরে তারা দায়িত্ব বুঝে নেন।
এরপর পৌর কার্যালয়ে তাদের পৌর সচিব মো. আলাউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আবুল বাশার ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই পৌরসভার বিভিন্ন কাগজপত্রে সই করেন মেয়র।
পরে প্রত্যেকটি কক্ষে গিয়ে মেয়র মাসুম ভুঁইয়া কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তখন পৌর ফান্ডে টাকা না থাকায় তারা অনেক দিন ধরে বেতন পাচ্ছেন না বলে জানান। এ সময় আগামী দুদিনের মধ্যে তাদের এক মাসের বেতন দেওয়ার ঘোষণা দেন মেয়র।
জানা গেছে, গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র, ১৫ জন কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন। বিভাগীয় কমিশনার কামরুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। গত ৫ ডিসেম্বর মেয়র-কাউন্সিলরদের নামের গেজেট প্রকাশ করা হয়।
দায়িত্ব বুঝে পেয়ে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, পৌরবাসী তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। নিয়ম অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পৌরসভার নাগরিকদের দেওয়া হবে।