দায়িত্ব নেওয়ার পর যা বললেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে ‘জেনারেল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
দায়িত্ব নেওয়ার পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি পেশাদার, সুদক্ষ ও গৌরবমণ্ডিত বাহিনীর নেতৃত্ব (১৭তম সেনাবাহিনী প্রধান হিসেবে) দেবার সৌভাগ্য লাভের জন্য আমি মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করি।
আমি বিশ্বাস করি, এটা একটি স্বর্গীয় আশীর্বাদ এবং এমন সম্মান শুধু আল্লাহই দিতে পারেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব আমাকে অর্পণ করার জন্য।
আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার একক নেত্বত্বে সূচিত হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রাম এবং আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, সেই শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন দেশে গর্বের সাথে বাস করতে পারছি। একই সাথে আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেই সকল বীর শহীদদের যারা জাতি ও মানবতার কল্যাণে দেশে ও বিদেশে নিজ জীবন উৎসর্গ করেছেন। আমি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে আমি আপনাদের সকল দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি যে, সকলের সহযোগিতায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আমার উপর অর্পিত গুরুদায়িত্ব সুচারুভাবে পালন করতে সক্ষম হবো—ইনশা আল্লাহ।
আমি বাংলাদেশের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক।’
দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে আজ দায়িত্ব নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি পূর্বতন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন।