দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১০ দিনের লকডাউন শুরু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ থেকে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। উপজেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা করোনাপ্রতিরোধ কমিটির জরুরি সভায় এই লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এই লকডাউন ঘোষণা করেন।
এদিকে, দিনাজপুর সদরে লকডাউনের আজ ১১তম দিন। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৯ দশমিক ৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪৩ জনের। শনাক্ত হয়েছে ৯৫ জন। এর মধ্যে সদরেই রয়েছে ৩৯ জন। জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন তাঁরা সদর উপজেলার ও হাকিমপুর উপজেলার বাসিন্দা।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেছেন, পুলিশ সদস্যেরা জীবন বাজি রেখে করোনার মধ্যেও রাত-দিন দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। প্রয়োজন ছাড়াই মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কোনোভাবেই সাধারণ মানুষকে বাড়িতে রাখতে পারছে না। সদর থেকে বাইরের উপজেলায় এবং বাইরে থেকে সদর উপজেলায় মানুষ অবাধে যাওয়া-আসা করছে।
দিনাজপুর সদরে লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যেরা তল্লাশিসহ সার্বিক দায়িত্ব পালন করছেন।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১০০ শয্যার কোভিড হাসপাতাল এবং সদর হাসপাতালে চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যাও অনেক বেড়েছে। সে তুলনায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা অপ্রতুল।