দিনাজপুরে করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬৪ জনের। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৩৮ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৭৪ শতাংশ। মারা গেছে তিনজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁডাল ১৯৭ জনে।
এই তথ্য জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ।
সিভিল সার্জনের তথ্যমতে, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ১৯২ জন, সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৩৮ জন। সক্রিয় রোগী রয়েছে দুই হাজার ১৩১ জন।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও ঢিলেঢালাভাবে লকডাউন পালন করা হচ্ছে। হাট-বাজারের গাদাগাদি করে চলাফেরা দেখলে মনে হবে লকডাউনের বালাই নেই। সবকিছুই যেন খোলা, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
হাসপাতালগুলোতে বেড না থাকায় রোগীরা বিপাকে পড়েছে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। গুরুতর ছাড়া কোনো রোগীই ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।