দিনাজপুরে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ৪১.৪৭
গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। ২৫৮টি নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছে ১০৭ জনের। শনাক্তের হার ৪১.৪৭ শতাংশ। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ১৭৯ জন। জেলার একমাত্র কোভিড হাসপাতালে সিট না থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে।
আজ রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কোভিড হাসপাতালে ১২৭ জন ও সদর হাসপাতালে ৩২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে। সারা দেশের সঙ্গে চতুর্থ দিনের মতো কঠোর বিধিনিষেধ চলছে। প্রধান সড়কসহ পাড়া-মহল্লার সড়কে পুলিশ, বিজিবি, আনসারসহ ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। অহেতুক বাড়ি থেকে বের হলে জরিমানা গুনতে হচ্ছে। শহরের সাতটি পয়েন্ট ছাড়াও মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করছে। তবে কিছু এলাকায় মানুষজন লকডাউন মানছে না। মোড়ে মোড়ে আড্ডাবাজি করতে দেখা গেছে।