দিনাজপুরে ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ফারুক ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টায় দিনাজপুর-বগুড়া মহাসড়কের নিতাইসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ঘোড়াঘাট থানায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডিউটি চলাকালীন সময়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পাথর বোঝাই ট্রাক ফারুক ইসলামকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ট্রাকচালকের সহকারী হাফিজুর রহমান আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। আটক হাফিজুরের বাড়ি বগুড়ার শেখেরকোলা ইউপির ভান্ডারা গ্রামে।
পুলিশ সদস্য ফারুক ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।