দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২, গুরুতর আহত ১
দিনাজপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার খানপুর খানপাড়ার মোহাম্মদ আলী (৬৫) ও তাঁর শ্যালক একই উপজেলার রাজিবপুর গ্রামের আজগর হোসেন (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হন আজগরের ভাই মকবুল আলী (৪০)।
কোতোয়ালি থানার পরিদর্শক গোলাম মাওলা বলেন, ‘আজ শনিবার ভোরে সুন্দরগঞ্জ থেকে একটি ইজিবাইকে করে একই পরিবারের সাত জন দিনাজপুর শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। মেডিকেল কলেজের সামনে ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দিনাজপুরমুখী একটি মালবাহী ট্রাক ওই তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।’
ট্রাকটির ধাক্কায় হাসপাতালের বাউন্ডারির বাইরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।