দিনাজপুরে পালিত হচ্ছে কঠোর লকডাউন
দিনাজপুরে পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছেন। বিপণিবিতান, মার্কেট ও গণপরিবহণ সবকিছুই বন্ধ রয়েছে। যারা অপ্রয়োজনে বাইরে বের হলেই জরিমানা করা হচ্ছে। সড়কে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি, আনসারসহ সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শেষ হিসাবে করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নমুনা পরীক্ষা হয়েছে ৩৯৫ জনের। এরমধ্যে শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৭১ জন।
দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ জানান, কঠোর লকডাউন মানা না হলে সংক্রমণ ও মারা যাওয়ার সংখ্যা বাড়বে। এ জন্য কঠোর লকডাউনের বিকল্প নেই।
দিনাজপুর সদর ও ফুলবাড়ি উপজেলায় করোনা শনাক্ত ও মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এ কারণে সদরের সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি তল্লাশিসহ নজরদারি করছে। একইভাবে ফুলবাড়ি উপজেলায় কঠোর লকডাউন পালিত হচ্ছে।
তবে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। কাজ হারিয়ে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
তবে শহরের প্রধান সড়কে কঠোর লকডাউন পালিত হলেও পাড়া-মহল্লায় অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।