দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ৫০০ বাসশ্রমিক
দিনাজপুরে লকডাউনের কারণে বাসশ্রমিকরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাই ৫০০ বাসশ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মহারাজা উচ্চবিদ্যালয় মাঠে শ্রমিকদের মধ্যে এ সহায়তা দেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
লকডাউনে সব কিছু খুললেও বাস বন্ধ রয়েছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন পার করছে পরিবহণ শ্রমিকরা।
করোনা লকডাউনে প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তা পেয়ে খুশি হয়েছেন বাস শ্রমিকরা।
জেলা প্রশাসনের আয়োজনে সহায়তার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফেরুল আব্বাসী এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলে রাব্বী প্রমুখ।
সদর-৩ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। কোনো লোক যাতে না খেয়ে মারা না যায়, সেজন্য তিনি (প্রধানমন্ত্রী) সহায়তা অব্যাহত রেখেছেন।’
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেছেন, ‘করোনাকালীন জেলা প্রশাসন থেকে বাসশ্রমিকসহ বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে।’
এজন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন বলেন, ‘বাসশ্রমিকরা খুব কষ্টে আছে। প্রযোজনে আমি বেতনের টাকা দিয়ে সহযোগিতা করব।’
এ সময় দিনাজপুর মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘বাস বন্ধ থাকায় অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে বাসশ্রমিকরা। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছেন না।’
এ জন্য দ্রুত বাস চালুর দাবি জানান ওই শ্রমিকনেতা।