দিনাজপুরে মসজিদ-মাদ্রাসার জমি উদ্ধারে মানববন্ধন
দিনাজপুরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজারে মসজিদ ও মাদ্রাসার ২৬ শতাংশ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন পালন করেছে এতিম শিক্ষার্থীসহ স্থানীয়রা।
আজ শনিবার দুপুর দেড়টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন আহলে হাদিস জামে মসজিদের সভাপতি এম এল কবির, সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহম্মেদ এবং জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১৯৫৪ সালে খিতিশ চন্দ্র দাস কবলা দলিল মূলে আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসাকে দান করে যান। পরবর্তীতে এই সম্পত্তি দলিল মূলে ওয়াকফ্ করা হয়। কিন্তু তৎকালীন কতিপয় কিছু ব্যক্তি মসজিদ ও মাদ্রাসার জমি দখল করে স্থাপনা নির্মাণ করে আসছে।
বক্তারা আরও বলেন, এই সম্পত্তির ওপরে হাইকোটের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও নিষেধাজ্ঞা অমান্য করে কাজ অব্যাহত রাখায় আমরা হতাশ। এতিমদের জমি রক্ষার জন্য স্থানীয় প্রতিনিধসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।