দিনাজপুরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, আরও দুজনের মৃত্যু
দিনাজপুরে লকডাউনের পঞ্চম দিনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন। তবুও করোনার সংক্রমণ বেড়েই চলছে দিনকে দিন। জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে মৃত্যু হয়েছে আরও দুইজনের।
সরেজমিনে দেখা গেছে, করোনা বিধিনিষেধ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহর থেকে শুরু করে পাড়ামহল্লায় প্রবেশ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবুও পুরোপুরি সম্ভব হচ্ছে না জনগণকে নিয়ন্ত্রণ করা। জেলার সব মার্কেট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবুও মানুষজন বাসা থেকে বের হয়ে রাস্তায় অকারণে ঘোরাফেরা করছে। সামাজিক ও শারীরিক দূরত্ব মানছেন না। এমন ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জরিমানা করছেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের। গত ২৪ ঘণ্টায় ৮৪১ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ২৬৭ জন। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ।