দিনাজপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম
দিনাজপুরে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৯টি। পজিটিভ শনাক্ত হয়েছে ১৪১ জনের। এর মধ্যে সদরেই শনাক্ত হয়েছে ৮৬ জন। শনাক্তের হার ৪৮ দশমিক ৭৯ শতাংশ। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় মোট মারা গেছে ১৫৫ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৩১৭ জনের। সুস্থ হয়েছে পাঁচ হাজার ৯২৭ জন। বর্তমানে মোট করোনা পজিটিভ রোগী রয়েছে এক হাজার ২৩৫ জন।
সদরে বহিরাগতদের আনাগোনায় করোনার রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে স্থানীয়রা। তাই বহিরাগতদের শহরে প্রবেশ ঠেকাতে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
দিনাজপুর সদরে লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করছেন। সদরে প্রবেশের প্রধান রাস্তাগুলো বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও মানুষের চলাচলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষ নানামুখি কাজের অজুহাতে শহরে প্রবেশ করছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা ও মাস্ক ব্যবহারে প্রচার-প্রচারণা অব্যাহত থাকলেও বেশির ভাগ মানুষের মধ্যেই তা পলনে অনীহা লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদা আলদাভাবে পর্যবেক্ষণে রয়েছেন। পুলিশ সর্বক্ষণ তাদের টিম নিয়ে পাড়া-মহল্লায় টহল অব্যাহত রেখেছে। অন্যদিকে, পাড়া মহল্লাগুলোতে দিন দিন করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা বাড়লেও আক্রান্তদের পরিবারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি।