দিনাজপুরে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, আক্রান্তের হার ৪৭ শতাংশ
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১০ শতাংশ। এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৩৮জনের। শনাক্ত হয়েছে ৬৫ জনের। এর মধ্যে সদরেই রয়েছে ৫৫ জন। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। মোট করোনা রোগী ৯৩৪ জন।
জেলা সদরে লকডাউনে পঞ্চম দিনে সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা তল্লাশিসহ সার্বিক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন আলাদা আলদাভাবে পর্যবেক্ষণ করছেন। তবে সাধারণ মানুষ লকডাউন মানছেন না। অকারণেই বাড়ির বাইরে বের হচ্ছেন অনেকেই। প্রধান সড়ক ছাড়াও পাড়া-মহল্লায় সব ধরনের যান চলাচল করছে। খেটে খাওয়া মানুষগুলি লকডাউনে কাজ হারিয়ে বিপাকে পড়েছে।
করোনা বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১০০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছে। রোগীর সংখ্যাও বেড়েছে অনেক গুণ। আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা অপ্রতুল্য।