দিনাজপুর হাসপাতালের শিক্ষার্থী, কর্মকর্তা ও নার্সরা পাবেন সিনো ফার্মার টিকা
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষক ও কর্তব্যরত নার্সদের আগামীকাল শনিবার থেকে চীনের সিনো ফার্মার ১০ হাজার ৮০০ করোনার টিকা দেওয়া হবে।
পর্যায়ক্রমে পাওয়া গেলে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ প্রায় ৩২ হাজার সাধারণ মানুষকে এ টিকা দেওয়া হবে।
দিনাজপুরের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর সদর উপজেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সদরে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
কঠোর লকডাউন ঘোষণার পরও দিনাজপুর সদর উপজেলায় ফারুক হোসেনভাবেই করোনা প্রতিরোধে সুফল পাওয়া যাচ্ছে না। পাড়া, মহল্লায় ব্যাপকসংখ্যক মানুষের চলাফেরা ও আড্ডার ফলে আশঙ্কাজনক হারে করোনা শনাক্তের হার বেড়ে চলেছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলায় প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পথগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘বিভিন্ন পাড়ায় গঠিত প্রতিরোধ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সদরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’
সিভিল সার্জন বলেন, ‘দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এই ল্যাবটিতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার মানুষ করোনার নমুনা দেয়।’
সিভিল সার্জন আরও বলেন, ‘দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এই ল্যাবে নমুনা পরীক্ষার কাজ শুরু হলে দৈনিক তিন শতাধিক নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।’