দীপ্ত টিভির দুই পরিচালক ও সাবেক কর্মকর্তার জামিন
সাবেক এক মন্ত্রীর ছেলের একটি ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে ছয় বছর আগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দীপ্ত টেলিভিশনের দুই পরিচালক ও সাবেক এক কর্মকর্তা জামিন পেয়েছেন।
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির আজ মঙ্গলবার দীপ্ত টেলিভিশনের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জীশান হাসান এবং প্রতিষ্ঠানটির সাবেক চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহম্মেদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় একই আদালতে সোমবার জামিন পান দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, গত সোমবার দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ চারজন আদালতে উপস্থিত হন। সেদিন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের জামিন মঞ্জুর করা হলেও বাকিদের জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন আদালত। আজ সকালে শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়।
২০১৬ সালে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একটি সংবাদে তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং তাঁর ছেলের সম্মানহানি হয়েছে দাবি করে মামলা করা হয়। ওই মামলায় দীপ্ত টেলিভিশনের চার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাতজনকে আসামি করা হয়।