দীর্ঘদিন পর ফের চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন
হেফাজতের হরতালে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে। আপাতত ‘ডি ক্লাস’ মর্যাদার স্টেশন হিসেবে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে স্টেশনটি ‘বি ক্লাস’ মর্যাদার ছিল।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চারটি মেইল ও কমিউটার ট্রেন এবং বুধবার থেকে একটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করবে। সংস্কার কাজ ও সিগন্যালিং ব্যবস্থা পুনরায় স্থাপন না হওয়ার আগ পর্যন্ত ‘ডি’ ক্লাসেই থাকবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি।
রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৭ মার্চ থেকে সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি বন্ধ রয়েছে। স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটির সার্বিক কার্যক্রম বন্ধ রাখে।
রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়, যাত্রীদের সুবিধা বিবেচনা করে সাময়িকভাবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে ‘ডি ক্লাস’ স্টেশনে রূপান্তর করে যোগাযোগ চালু করা হচ্ছে। ১৫ জুন থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন যাত্রাবিরতি করবে। এরপর ১৬ জুন থেকে নিয়মিত যাত্রাবিরতি করবে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর পারাবত এক্সপ্রেস।