দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জুলফিকার হায়াত এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. সোহেল বেপারী, রানা বেপারী ও মো. আক্তার আলী। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, রাজধানীর কদমতলী থানার নোয়াখালী পট্টির একটি বাড়িতে আসামি ও ভুক্তভোগীরা পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়। পরে মো. সোহেল বেপারী, রানা বেপারী, মো. আক্তার আলী ও সজলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় অভিযোগপত্রের ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।