দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি পেল টিসিবি
সয়াবিন তেল কেনার অনুমোদন পেয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে তারা।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সরকারের অনুমোদন পেয়েছে টিসিবি। পাশাপাশি ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে আট হাজার টন মসুর ডাল কেনারও অনুমোদন পেয়েছে সরকারি সংস্থাটি।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ খান মাহবুব বলেন, ‘রমজান সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যে প্রস্তাবগুলো এসেছে, তা অনুমোদন করা হয়েছে।’