দুই মামলায় চিত্রনায়িকা একাকে ছয় দিনের রিমান্ডে চায় পুলিশ
রাজধানীর হাতিরঝিলের নিজ বাসায় গৃহকর্মীকে নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী একাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আজ রোববার চিত্রনায়িকা একাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ গতকাল রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে একাকে আটক করা হয়েছে। গৃহকর্মী আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। তারপর পুলিশ হাতিরঝিল থানাধীন রামপুরা থেকে তাঁকে আটক করে। আটকের পরে তাঁর বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।
চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার। এরপর তিনি একই পরিচালকের ‘ধর’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গিয়েছে। ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।