দুই লাখ ঘর দেওয়া হয়েছে, আরও ৭ লাখ দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, গৃহহীনদের ঘর নির্মাণ করে দিতে কাজ করছে সরকার। কয়েক ধাপে দুই লাখের বেশি ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। আরও সাত লাখ গৃহনির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে এগুলোর চাবিও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
আজ বুধবার কক্সবাজারে একটি হোটেলে আয়োজিত ইউকে ভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ দ্য রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংস্থাটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে নেওয়া শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় প্রতিমন্ত্রী হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা কক্সবাজারের ৮টি উপজেলায় ৩৪৫টি সেমি পাকা ঘরের চাবি তুলে দেন হতদরিদ্র পরিবারের মাঝে। ঘরের চাবি পেয়ে উপস্থিত পরিবারগুলোর মাঝে আনন্দ বিরাজ করে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনকে। তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করেন তারা।
সংস্থাটির তথ্য বলছে, জেলার ৮টি উপজেলায় অসহায় ও আবাসনে পিছিয়ে পড়া পরিবারের জন্য তৈরি করা হয় ৩৪৫টি ঘর। চারপাশের ইটের দেওয়াল আর চালে ব্যবহার করা হয় টিন। রাখা হয়েছে দুটি কক্ষ, বাথরুম ও রান্না ঘরের জন্য আলাদা স্থান।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ দৌজা এবং হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান। এছাড়াও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের সহযোগী এনজিও প্রতিষ্ঠান ইসপা, একতা মহিলা উন্নয়ন সংস্থা, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান, প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক ও প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীগণ ছাড়াও সমাজের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।