দুদকের মামলায় রাজউক কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজড অফিসার মো. আলী আজম মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পৃথক দুই ধারায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলী আজম মিয়ার ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এছাড়াও আরেক ধারায় তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এদিন আলী আজম মিয়া পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ১৩ এপ্রিল ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।