দুদিনে ২৯ লাখের বেশি সিম গেল ঢাকার বাইরে
ঈদের ছুটির প্রথম দিন বুধবার (১৯ এপ্রিল) ঢাকার বাইরে গেছে ১৬ লাখের বেশি সচল মোবাইল সিম। যদিও একই সময়ে ঢাকায় ঢুকেছে ছয় লাখের বেশি। আর ১৮ ও ১৯ এপ্রিল মোট দুদিনে ঢাকার বাইরে গেছে ২৯ লাখ ৯২৩টি সিম, আর ঢাকায় এসেছে ১৩ লাখ ৩০৫টি।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে আরও জানিয়েছে, গত ১৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে যাওয়া সিমের মধ্যে রয়েছে গ্রামীণফোনের পাঁচ লাখ ৭৯ হাজার ৮৭৮টি, বাংলালিংকের ছয় লাখ ৫৮ হাজার ২৫২টি, রবির চার লাখ ১৬ হাজার ৯৫৫টি ও টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম। সব মিলিয়ে ১৯ এপ্রিল ঢাকার বাইরে গেছে ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি সিম।
আর বাইরে থেকে ঢাকায় আসা সিমের মধ্যে রয়েছে গ্রামীণফোনের এক লাখ ৩৩ হাজার ২৩৭টি, রবির ৮২ হাজার ৯০১টি, বাংলালিংকের চার লাখ ১০ হাজার ১৮১টি এবং টেলিটকের ছয় হাজার ২০৩টি সিম। সব মিলিয়ে ১৯ এপ্রিল ঢাকায় এসেছে ছয় লাখ ৩২ হাজার ৫২২টি সিম।