দুর্গাপুরে কলেজছাত্রকে খুনের মামলায় দুজন গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে চেয়ারে বসা নিয়ে কলেজছাত্র মো. আনোয়ার হোসেনকে খুনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আসামি ফারুক মিয়া ও জহুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের চাচা আবদুল আজিজ বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে কলমাকান্দার আনন্দপুর গ্রামের মরম আলী, তাঁর ছেলে জুয়েল মিয়া ও সোহেল মিয়াসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার থেকে পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন।
নিহত মো. আনোয়ার হোসেন (২৫) দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র আনোয়ার হোসেনকে গত বৃহস্পতিবার রাতে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পার্শ্ববর্তী কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মরম আলীর ছেলে জুয়েল মিয়া, সোহেল মিয়া কয়েকজন সহযোগী নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
ফেরাতে গেলে আনোয়ার হোসেনের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাত ভাই মনির হোসেনকে (২৪) আহত করে হামলাকারীরা। এ সময় বাজারে থাকা লোকজন গুরুতর আহত তিনজনকেই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মকবুল হোসেন ও মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের চাচা আবদুল আজিজ বাদী হয়ে গতকাল রাতে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই আসামি জহুর আলী ও ফারুক মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার হওয়া দুইজনকে আজ আদালতে পাঠিয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের চাচা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।