দুর্ভিক্ষের আশঙ্কা মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে মন্ত্রিসভার নির্দেশনা
২০২৩ সালে বিশ্বজুরে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে উল্লেখ করে খাদ্য উৎপাদন বাড়ানোসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘২০২৩ সালে তিনটি কারণে সংকট সামনে আসতে পারে। এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর বিষয়টিতে জোর দিতে প্রধানমন্ত্রী বলেছেন।’ তথ্য উপাত্ত ও কিছু প্রতিবেদন উল্লেখ করে সচিব বলেন, ‘করোনা পরবর্তী ধকল কাটিয়ে উঠতে না পারা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধি ও সংকটের কারণে আগামী বছর (২০২৩) আমাদের জন্য সংকটের হতে পারে। এ কারণে আমাদের আগাম কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। আমাদের গবেষণায় কৃষি, মৎস্য ও প্রাণীখাতে বেশ কিছু নতুন ভ্যারাইটি এসেছে। আমরা আশা করছি, এগুলো মাঠে গেলে আগামী ২-৩ বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।’
তিনি বলেন, ‘বিদেশে অদক্ষ কর্মী না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি নিয়ে কথা হয়েছে। যারা বিদেশে যাবেন তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়ে কথা হয়েছে। রেমিটেন্স প্রবাহ যেন ঠিক থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের এখন থেকেই পদক্ষেপ নিতে হবে।’
বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানান সচিব। সচিব বলেন, ‘খাদ্য আমদানিকে সহজ করে দিতে বলা হয়েছে।’ একই সঙ্গে খাদ্যের মজুত ঠিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব।