দুস্থদের সঙ্গে নৌবাহিনীর ঈদ আনন্দ ভাগাভাগি
নিজ পরিবার রেখে অসহায় ও দুস্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে মোংলার নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর ঈদ উপহার হিসেবে দেওয়া কোরবানির ছাগলের মাংস, চাল, আটা ও লবণ পেয়ে খুশি দুস্থ মানুষরা।
আজ বুধবার বিকেলে মোংলার শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, ছিন্নমূল ও দুস্থ ৫০০ পরিবারের হাতে এ ঈদ উপহারসামগ্রী তুলে দেন দিগরাজ নৌঘাঁটির সাবলেফটেন্যান্ট জুয়েল চন্দ্র সরকার।
কমান্ডার খুলনা নেভাল এরিয়ার রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীর তত্ত্বাবধায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মোংলা দিগরাজ নৌঘাঁটির কর্মকর্তা ও সদস্যরা।
নৌবাহিনীর কর্মকর্তা জুয়েল চন্দ্র সরকার বলেন, ‘করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় এ মানুষগুলোর কোরবানিতে মাংস কিনে খাওয়ারও কোনো সামর্থ্য নেই। তাই তাদের দুঃখ-দুর্দশার বিষয়টি চিন্তা করেই আমাদের নৌবাহিনীর পশুর কোরবানির মাংসসহ অন্য খাদ্য সামগ্রীর সহায়তা দেওয়া হয়েছে। এতে দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফুটেছে, এটাই আমাদের নৌবাহিনীর সার্থকতা। ঈদ ছাড়াও করোনা ও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নৌবাহিনীর পক্ষ থেকে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।’
চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান ওই নৌ-কর্মকর্তা।