দেওয়ানগঞ্জের বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে মাদক আইনে মামলা
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ নিয়মিত মাদক সেবন করতেন বলে দাবি করেছে র্যাব। তাই তাঁর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আজ বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব-১।
রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে। এর আগে শাহনেওয়াজকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে আজ সকালে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে উত্তরায় ওই হোটেলটির নিচে এক সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেছিলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেছেন সাবেক মেয়র শাহনেওয়াজ।’ র্যাবের পাঠানো তথ্য অনুযায়ী, শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারের সময় হোটেলের যে কক্ষে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ইয়াবা সেবনের সরঞ্জাম।