দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী মহামারি দেখা দেওয়ায় ঘরবন্দি মানুষের চিরায়ত উৎসবের আমেজ অনেকটাই বিবর্ণ। তারপরও আজ শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন—পবিত্র ঈদুল ফিতর। তবে, চিরায়ত যে ধারা প্রচলিত, গত বছরের মতো এ বছরও তা পুরোপুরি বিপরীত। বৈশ্বিক মহামারির কারণে এবার ঈদ উদযাপন হচ্ছে সীমিত পরিসরে। এ বছর ঈদের জামাতের ব্যবস্থা করা হয় মসজিদে।
সরকারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, মহামারিকালের এ ঈদে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে না গিয়ে ঘরে থেকে পরিবারের স্বজনদের সঙ্গে কাটাতে হবে পবিত্র ঈদুল ফিতর।
করোনাকালের এসব বাধা বিপত্তির পরেও আজ শুক্রবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসজনিত মহামারির কারণে এবারও জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদের জামাত।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজে অংশ নেন সর্বস্তরের মানুষ। এবার বায়তুল মোকাররম মসজিদে প্রবেশে ছিল পুলিশি কড়াকড়ি। মাস্ক পরা ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে জীবাণুনাশক নিশ্চিত করে মুসল্লিদের প্রবেশ করানো হয় মসজিদে। ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়া এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
সব ভেদাভেদ ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা ঈদের এই জামাতে নামাজ আদায় করেছেন। খুতবা শেষে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি, করোনা মহামারি থেকে পরিত্রাণের কামনা ও দোয়া করা হয়।
সুমন গোস্বামী, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। একইস্থানে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম মাওলানা নূর মুহাম্মদ সিদ্দিকী।
এ ছাড়া লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ১৫ মিনিটে। এ ছাড়া নগরীর ৪১ ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মনবাড়িয়া
সরকারি স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। মসজিদগুলোতে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। আজ সকাল সাড়ে ৭টায় শহরের মসজিদ রোডে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও জেলা জামে মসজিদের সভাপতি হায়াত উদ দৌলা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর।
এদিকে জেলা সদর হাসপাতাল মসজিদ, টেংকের পাড় জামে মসজিদ, শেরপুর জামে মসজিদ, কুমারশীল মোড় মদিনা মসজিদ, কালাইশ্রী পাড়া মকবুল জামে মসজিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে সরকারি স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাতে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
মারুফ আহমেদ, সিলেট
সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এ ছাড়া সিলেট নগরীর বন্দরবাজার ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত, কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও সর্বশেষ সকাল ১০টায় মোট চারটি জামাত এবং বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের প্রধান জামাত হযরত শাহজালাল (র.) জামে মসজিদে অংশ নেন।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও একাধিক জামাত অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ৭টায় কোর্ট জামে মসজিদে জেলা প্রশাসক নজরুল ইসলাম ঈদের নামাজ আদায় করেন। কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন ঈদের নামাজ পরিচালনা করেন।
নামাজের আগে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর ঈদ অনুষ্ঠিত হচ্ছে। করোনভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
খুলনায় ঈদের প্রধান ও প্রথম জামাত সকাল ৮টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় উন্মুক্ত স্থানে কোনো ঈদের জামাত হয়নি।
টাউন জামে মসজিদে প্রধান জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাড়ে ৮টায় কোর্ট জামে মসজিদ, বাইতুন নুর মসজিদ, ডাকবাংলা মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদসহ খুলনা সিটি করপোরেশন এলাকায় এবং জেলার নয়টি উপজেলা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কে এম সবুজ, ঝালকাঠি
স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠিতে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মুফতি গাজী মাওলানা শহিদুল ইসলাম এতে ইমামতি করেন।
একই স্থানে ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। তৃতীয় জামাত হয় সাড়ে ৮টায়। জেলা প্রশাসক মো. জোহর আলী ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।
এ ছাড়া পুলিশ লাইন, উপজেলা পরিষদ, নেছারাবাদসহ জেলার পাঁচ শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলার আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদে। মসজিদের বাইরে ঈদগাহ মাঠেও নামাজ আদায় করেন বিপুল মুসল্লি। এতে ইমামতি করেন কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
মসজিদে প্রবেশের দুটি ফটকেই মুসুল্লিদের তল্লাশি করে প্রবেশ করানো হয়। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জামাতে অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার কামরুল হাসান ও জেলা প্রশাসক এনামুল হক।
এ ছাড়া শহরের বড় মসজিদ,আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, পুলিশ লাইন জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
জেলা শহরসহ বিভিন্ন উপজেলা জামে মসজিদগুলোতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এর এক ঘণ্টা পরে এই মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা সকাল ৮টায় জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
এ ছাড়া জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু আজ সকাল সোয়া ৮টায় পাঁচবিবি পুরাতন জামে মসজিদের প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন।
নাসির আহমেদ, গাজীপুর
জেলায় করোনা মহামারির ঝুঁকি মাথায় নিয়ে স্বল্পপরিসরে স্বাস্থবিধি মেনে ঈদ-উল-ফিতরের নামাজ মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. কামরুল হাসান নোমানি।
প্রধান ঈদ জামাতে গাজীপুর সিটি মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। এছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলায় প্রত্যেক মসজিদে মসজিদে স্বল্পপরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
হালিম খান, নাটোর
জেলার কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রধান প্রধান মসজিদেই ঈদ-উল ফিতরের দুটি করে জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা নামাজ আদায় করেন। তবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিংড়ার গোডাউন পাড়া এলাকায় তাঁর বসভবনের ছাদে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
ভজন দাস, নেত্রকোনা
করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে নেত্রকোণায় ঈদের প্রধান জামাত শহরের মুক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহামনসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণির ও পেশার লোকজন।
এছাড়াও জেলার ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়নের ২৬০০ গ্রামের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ কে এম ফজলুর রহমান, পাবনা
পাবনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মসজিদে। এছাড়াও চাঁপা মসজিদ, কালাচাঁদপাড়া আল হেলাল জামে মসজি, কাচারি মসজিদ, পুলিশ লাইনস মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অধিকাংশ মুসল্লি মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে ও দেশ ও জাতির শান্তি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়। করোনা মহামারির কারণে এ বছর নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। অনেকে নামাজ শেষে মৃত আত্মীয় পরিজনের কবর জিয়ারত করেন।
চাঁপা মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা দায়রা জজ আসাদুজ্জামান, জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তবে অন্যবারের তুলনায় মুসুল্লিদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লায় যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সকাল ৮টায় নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এছাড়া কান্দিরপাড় এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে নামাজ আদায় করতে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে কেন্দ্রীয় মসজিদে। ঈদ জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রইস উদ্দিন। ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জমে মসজিদে।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া করা হয়।