দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া
আগামী বুধবার বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশের মুসলমানরা ঈদুল আজহার দিন পশু কোরবানি করবেন। তবে করোনা মহামারির কারণে ঈদের সেই আমেজ নেই।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে টিকা নিতে বের হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর বিকেল ৪টার পর মডার্নার টিকা নেন তিনি। নেতাকর্মীদের ভীড়ের কারণে হাসপাতাল প্রাঙ্গণে গাড়িতে বসেই টিকা নেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।