দেশব্যাপী এলডিপির পদযাত্রা ৪ মার্চ
সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ শনিবার দেশব্যাপী মহানগরের অন্তর্গত সবগুলো থানায় পদযাত্রা করবে এলডিপি।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’
এলডিপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার প্রতি খড়গহস্ত হয়ে ওঠেছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। এই নিশিরাতের সরকারের পতনের আন্দোলনে এলডিপি অতীতে বিএনপির সঙ্গে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’