দেশব্যাপী বিএনপিসহ সমমনাদের যুগপৎ বিক্ষোভ আজ
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি নিয়ে আজ বুধবার (২৫ জানুয়ারি) আবারও মাঠে নামছে। ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে। রাজধানীতে আট স্থানে পালন করা হবে এ কর্মসূচি। সমাবেশ থেকে আগামী ৪ ফেব্রুয়ারির নতুন কর্মসূচি আসছে বলে জানা গেছে।
নতুন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এক নেতা জানান, ১০ দফার পাশাপাশি বিএনপিসহ সমমনাদের কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিরোধী দলের ওপর হামলা ও পুলিশের জুলুম-নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এর সঙ্গে দ্রব্যমূল্য ও গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টিও যুক্ত থাকবে।
এদিকে আগের গণমিছিল, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল সমাবেশ- এ তিন কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু সমমনা রাজনৈতিক দলগুলোর উপস্থিতি সন্তোষজনক ছিল না। তাই যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো।
নয়াপল্টনসহ রাজধানীর আট স্থানে সমাবেশ : দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা ছাড়া বিভিন্ন মহানগরে কেন্দ্রীয় ১১ নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিএনপি ছাড়াও রাজধানী সমমনা সরকার বিরোধী দল সাত স্থানে সমাবেশ করবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, বিকাল ৩টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কে ১২-দলীয় জোট, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, দুপুর আড়াইটায় পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বেলা ১১টায় আরামবাগে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাবুল সর্দার চাখারীর নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস পার্টি, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের (পূর্ব প্রান্তে) সামনে চার দলের গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ করবে। এছাড়া ১৫ সংগঠনের ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট' সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে।