দেশব্যাপী মহান মে দিবস উদযাপিত
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ। শনিবার বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
সমগ্র বিশ্বের মতো প্রতি বছর বাংলাদেশেও এ দিনটিকে বিশেষভাবে স্মরণ করে শ্রমিক সংগঠনগুলো। পালিত হয় নানা কর্মসূচি। তবে এ বছর করোনার কারণে কিছুটা থমকে গিয়েছে দিবসের কার্যক্রম।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : করোনার কারণে মাগুরার কোনো শ্রমিক সংগঠন মহান মে দিবসের কর্মসূচি উদযাপন করেনি। তবে দিবসটিতে মানববন্ধন ও পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখা। আজ সকাল ১১টায় মে দিবস উপলক্ষে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় বক্তব্য দেন প্রকৌশলী সম্পা বসু, কাজী ফিরোজ ও আনিচুর রহমান।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে মানববন্ধন শেষে শহরের কলেজ সড়কে পদযাত্রা বের হয়।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : ‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ও কালো ব্যাচ ধারণ করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা ইমারত নির্মাণকারীর অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচি উদযাপিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধ্যক্ষ খন্দকার নাফিজুর রহমান, সাবেক সভাপতি আবুল হোসেন প্রমুখ।
এ সময় ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম ও কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইসরাফিল হোসেন, সদস্য মজনু সরদার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : মে দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর র্যালির মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা মোটরযান মেকানিক্স ইউনিয়নের সভাপতি সাদেকুল ইসলামসহ অন্যরা।
রবিউল ইসলাম, বাগেরহাট : বাগেরহাটে কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয়েছে। দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ৩১০ জন বাসশ্রমিকের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে খাগড়াছড়িতে শ্রমিক দিবস পালন করা হয়েছে। আজ সকালে খাগড়াছড়ি শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রমিক লীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন হয়। খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বয়ক মো. জানু শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : মহান মে দিবস উপলক্ষে কুমিল্লায় চারদিনব্যপী এক হাজার ২০০ অসহায় ও দরিদ্রের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম চালু করেছে মহানগর ছাত্রলীগ। আজ বিকেলে নগরীর পূবালী চত্বরে ইফতার বিতরণ উদ্বোধন করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি রিফাত হাসান, ছাত্রলীগনেতা আবু হেনা, মাহমুদুল হাসান সীমান্ত, আবদুর রহমান বাবু, রফিকুল ইসলাম জুবায়েরসহ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ছাত্রলীগ।