দেশের কোথাও করোনার নতুন প্রাদুর্ভাব দেখা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত কোভিডের নতুন উপধরনের সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে, এখন অতিরিক্ত শীত পড়েছে। সে কারণে সকলকে একটু সাবধানে থাকতে হবে। মাস্ক পড়তে হবে।’
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। হাসপাতালগুলোতে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত ডাক্তার ও নার্স রয়েছে। তবে, বাড়ির বয়স্কদের ও বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে।’
জাহিদ মালেক বলেন, ‘এই শীতে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চীন থেকে আসা ব্যক্তিদের এন্টিজেন টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে যাদের শরীরে করোনা দেখা দিয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। দেশের বাইরে থেকে যারা দেশের অভ্যন্তরে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট ও সি-পোর্টে প্রবেশ করবে তাদের প্রত্যেককেই করোনার পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।’
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এস এ সিফাত কোরেশী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।