দেশের চাল প্যাকেট করে বিক্রি করা যাবে না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে বিক্রি করা যাবে না। এজন্য একটি আইন করা হচ্ছে।
খাদ্যমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে রাজধানীসহ সারাদেশে অভিযান চলছে। দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে, তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না| এ সংক্রান্ত একটি আইন করার প্রক্রিয়া চলছে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরা মৌসুমেও চালের দাম বেড়ে যাওয়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর এ নির্দেশের পর ধান চালের অবৈধ মজুত ঠেকাতেই মাঠে নামে খাদ্য মন্ত্রণালয়ের আট টিম। টিমের সদস্যরা কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এলক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।