দেশের ৫৫ স্টেশন আধুনিকায়ন করা হচ্ছে : রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘যাত্রীসেবার মান বাড়াতে দেশের ৫৫টি স্টেশনকে আধুনিকায়ন করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে ২৭টি এবং পূর্বাঞ্চলে ২৮টি স্টেশনকে এর আওতায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর রেল স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ সমস্ত ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।