দেশে গণতন্ত্র নেই : রিজভী
দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করলেই বিএনপির নেতাকর্মীদের গুম হতে হয়। অথচ বর্তমান সরকারপ্রধান বলছেন—আমি দেশে গণতন্ত্র দিয়েছি।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাকারমাথা এলাকায় জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রিজভী এ কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, ‘আজকে দেশে মাফিয়া গণতান্ত্রিক ব্যবস্থা চলছে। এ সরকারের আমলে ঢাকা শহরে ৫২টি ক্যাসিনো হয়েছে। আর, তার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত।’
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আগেও পুলিশ বাহিনী ছিল। এখন এ পুলিশ বাহিনীতে যুবলীগ, ছাত্রলীগ নিয়ে ঢেলে সাজানো হয়েছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও কোনো বোধোদয় হয়নি।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘নিজের মনের মাধুরী দিয়ে এসব বাহিনী গঠন করেও তিনি সন্তুষ্ট নন। এ ছাড়া তাঁর ছাত্রলীগ ও যুবলীগের হেলমেট বাহিনী তৈরি হয়েছে।’
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।