দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় আট লাখ টিকা
জাপানের উপহার দেওয়া অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
টিকা নিয়ে আজ শনিবার বিকেলে জাপান থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এনিয়ে জাপান থেকে পাঠানো মোট টিকার পরিমাণ ২৪ লাখে পৌঁছেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
গতকাল শুক্রবার জাপানের নারিতা বিমানবন্দরে জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠানোর সময় টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।