দেশে-বিদেশে আ.লীগের মুখোশ উন্মোচন হয়ে গেছে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন হয়ে গেছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের রিপোর্টে তা পরিষ্কার।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে আজ মঙ্গলবার এসব কথা বলেন আমীর খসরু। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি এবং ৭ ডিসেম্বর সংঘর্ষে নিহত মকবুলের হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু।
নয়াপল্টনের ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিদেশের পেছনে কারা দৌড়াচ্ছে? আওয়ামী লীগ। তাতে কাজ হচ্ছে না। মানবাধিকার রিপোর্ট ও জাতিসংঘের রিপোর্ট পরিষ্কার। বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।’
সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘বিদায় হতে হবে, এই আন্দোলন সফল হবে। যেকোনো মূল্যে সফল হতে হবে এবং তাই হবে ইনশাআল্লাহ।’
আওয়ামী লীগের সমাবেশে টাকা দিয়ে লোক আনা হয় উল্লেখ করে খসরু বলেন, ‘আজকে বিএনপির সমাবেশের এই জনতা আর সেই জনতা এক নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় এই জনতা জীবন দিতে প্রস্তুত।’