দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি চলছে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি চলছে। যুদ্ধকালীন সত্যিকার ইতিহাস জাতির সামনে তুলে ধরতে প্রতিবছর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিবস পালন করবে। ২৭ মার্চ প্রথমবারের মতো চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে পালন করা হবে দিনটি।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রামে মহানগর বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির সহ-সভাপতি মীর মো. নাছির উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, মাহাবুবুর রহমান শামীম ও ডা. শাহাদাত হোসেন বক্তব্য দেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার এ মাসে একটি দলের আত্মসমর্পণের পর জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। তিনি ঘোষণা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের স্বার্থে কালুরঘাট বেতার কেন্দ্র একটা মাইলফলক। সেটি জাতিকে জানাতে প্রতিবছর ২৭ মার্চ শহীদ জিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে স্থায়ীভাবে দিবসটি পালন করবে বিএনপি।’