‘দেশে সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক চক্রও কাজ করতে পারে’
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি রয়েছে। দেশব্যাপী এ সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক চক্রও কাজ করতে পারে।’
এসপি কামরুজ্জামান বলেন, ‘আমাদের সচেতন হতে হবে। যার যার ধর্ম সে পালন করবে। অপরাধীদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে আজ এ আয়োজন করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জিয়াউল হুদা আপলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।