দেশ চলছে ব্যক্তির ইচ্ছায় : আবদুস সালাম
প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশ চলছে ব্যক্তির ইচ্ছায়। এখানে একজন মানুষের ইচ্ছা পূরণ করতে গিয়ে দেশ আজ দেউলিয়াত্বের দোরগোড়ায়।
যাত্রাবাড়ী নবী টাওয়ারে আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার ৬৩ ও ৬২ (পূর্ব) ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আবদুস সালাম বলেন, দেশ পরিচালনা করতে গিয়ে কোনো পরিকল্পনা ছাড়াই তারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাংক থেকে ঋণ করেছে। বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছে। এই ঋণের টাকা যখন ফেরত চাইবে তখন পরিস্থিতি কি হবে? দেশে আজ বিদ্যুৎ কোথায়? এই দুঃসহ গরমে অতীষ্ঠ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না কেন?
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সাংগঠনিক টিম-৭ এর প্রধান ও নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, নাসরীন রশিদ পুতুল ও জামশেদুল আলম শ্যামলসহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের সকল কর্মসূচি সফল করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।