দেশ থেকে অনাহারির আর্তনাদ দূর হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগে আমাদের ভিক্ষুক ও মিসকিনের জাতি বলে ভর্ৎসনা করা হতো। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা এ থেকে মুক্তি পেয়েছি। আগে গ্রামগঞ্জে সারাদিন না খাওয়া অনাহারি মানুষ আর্তনাদ করে ভিক্ষা করত, আজ এই আর্তনাদ আর নেই।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আজ রোববার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, দেশের সব প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে বলে মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলে গেছেন, কাউকে পেছনে ফেলে উন্নতি হয় না। সব মানুষকে নিয়ে উন্নতি করতে হয়। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণের ফলে দেশবাসী উপকৃত হবে। দেশের যেখানে যে উন্নয়ন হবে তার ফল জিডিপিতে যোগ হবে, সব মানুষ উপকৃত হবে।’
পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এ সময় স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে সোয়া তিন কোটি টাকা ব্যয়ে এই পৌর ভবন নির্মিত হয়েছে।