দেশ থেকে বিএনপির নাম মুছে যাবে : অ্যাডভোকেট কামরুল
দেশ থেকে বিএনপির নাম মুছে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় গত রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেওয়া এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্ররা এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।
সাভার উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘কয়দিন পরে বাংলাদেশ থেকে বিএনপির নাম পরিচয় মুছে যাবে। তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।’
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি প্রমুখ।